» প্রিয় হয়েছে :
বার

ইউটিউব বাফারিং ছাড়া ভিডিও উইথ ফায়ারফক্স!

আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ট্রিক্স। এই ট্রিক্স ব্যবহার করে আপনি ফায়ারফক্স এর সাহায্যে বাফারিং ছাড়া ইউটিউব ভিডিও দেখতে পারবেন।

প্রথমে ফায়ারফক্স এর সাথে ফ্ল্যাশগট এক্সটেনশন টা অ্যাড করে নিন।এটা আপনি খোজ দা সার্চ (গুগল) করে পাবেন। ওটা ফায়ারফক্স এর সাথে অ্যাড করুন।রিস্টার্ট করুন ব্রাউসার।এবার ইউটিউব এ জান।যে ভিডিও টা দেখবেন তার লিঙ্ক অ্যাড্রেস কপি করুন।এবার en.savefrom.net এ গিএ কপি করা লিঙ্কটা বসান ও ডাউনলোড বাটন প্রেস করুন।এবার ডাউনলোড অপশন এলে more থেকে 3gp 144 দিয়ে ডাউনলোড করুন। তবে সেভ অপশন এ ফ্লাশগট সিলেক্ট করবেন, না হলে ভিডিও প্লে হবেনা।
এবার ডাউনলড শুরু হলে কিছুটা ডাউনলড হতে দিন। এবার ডাউনলদ হতে থাকা ফাইল এর উপর রাইট ক্লিক করে "containing folder" ওপেন করে ভিডিও প্লে করে দেখুন। যত খানি ডাউনলোড হতে থাকবে তত খানি প্লে হতে থাকবে। এই পদ্ধতির সুবিধা হল 3gp 144 ফরমেট এ ডাউনলোড হতে ত্থাকার কারনে বাফারিং এর চেয়ে আগে আপনি ভিডিও টা দেখে নিতে পারেন। এতে সময় বেচে যাবে। আমি আমার নিজের জতখানি ট্রিক্স/টিপস জানা আছে বিনা স্বার্থে বিনা লাভের আশায় আপনাদের সাথে শেয়ার করি। 
আমার ফেসবুকঃ www.facebook.com/shahriar.rifat.18

No comments:

Post a Comment